তিস্তার জলে পান্ডুলিপি ভেসেছে।
পান্ডুলিপি প্রতিশ্রুতির মতোই
মায়া জড়িয়ে দ্যায় মঞ্চ থেকে।
স্বপ্ন বুকে বেঁধে কর্মীর মতো
অক্ষরের দল গ্যাস মডেলে
জয়ী হয়ে ওঠে জীবনসংগ্রামে।

কবি তখন ভেন্টিলেটরে
আসল কবিতা লিখছে।

জীবন নষ্ট হয়ে যাচ্ছে
পান্ডুলিপির চাপে,
চাপে নষ্ট হচ্ছে প্রতিশ্রুতির মঞ্চ।

বৃষ্টি ভেজা কিছু মুড়ি এদিক সেদিকে
খুঁজে নিচ্ছে পাখির দল।

আচ্ছা পাঠককে পাখি বললে
রাগ করবে!