সৈকতে আলো কম, নিস্তব্ধতা ও একা আমি
এখানে অফিসের দৌড় নেই।
সাথে কিছু বই, গান, শুকনো খাবার।
আর আছে বারুদ গন্ধের অস্ত্র, যদি কিংকং আসে...
আসলেও কী মারতে পারব জন্তুর মতো—
ভুলে যাই মানুষও জন্তুর মতো বা জন্তুই।
কেবল আধুনিক থেকে উত্তর আধুনিকতায়
এলিয়ানদের কল্পনা করেছে স্পর্শ দূর অস্ত...


এই তাল পাতার বিছানায় ঘুমিয়ে পড়ি কখনও সখনও
তবু ভয় হয়, কাঁকড়াবিছা বা মনস্টার লিজার্ড এলে
আমার সাজানো ঘর, স্ত্রী সন্তান, পরিজনদের মুখ।
দুদন্ড প্রকৃতিকে নিভৃতে আপন করে
ঘুমিয়ে নিতে পারি না ব-দ্বীপে।


ঘুমিয়ে পড়ি অসুখের দিনে, সুখ আসবে বলে...