কাব্য কফিনে শুয়ে আছে সময় রবীন্দ্রনাথের সাথে,
আজান সুরে কোয়েল ডেকে উঠতেই কুম্ভের ত্রিবেণী সঙ্গম
বাইবেল বিলি করা আঙুলেরা জানে না যীশু কতটা মানুষ-ঈশ্বর
হেরে যাই রোজ ভয়ের কাছে,
কাছের মানুষের জন্য ভয় সাইকেলের মতো বাড়ছে
ফিরছি ভিলাইয়ের রাস্তা ধরে লিফট নয়, সিঁড়িকে বেছে নিয়েছি
ভালোবাসা মানে ত্যাগ
তা বোঝানোর জন্য আজ তেত্রিশতম মিসকল দিলাম
সবাই বাজে হলে—
তোমাকে ভালোবাসতে পারতাম না গ্রন্থিত কূটনীতিতে...