গাছ আর ফুলের দিকে তাকিয়ে থাকি।
অসম্ভব একাকীত্বের মেঘ
ভিজিয়েছে চোখ-শরীর।
না ভালোলাগার তামাক
ছোট্ট ফ্রকবেলা থেকেই
খেয়ে নিয়েছে লাকমির গন্ধ।


উষ্ণসাজ, বৈভব ছবি
ধূসর হয়ে উঠেছে
কেবল সিঁদুরের রঙে।


এক জীবন তোমার ঠোঁটে শুয়ে আছি,
অনুভব করছি তোমার ভালোবাসা।
ভালোবাসতে শিখতে হয় কবিতার ছন্দে,
ভালোবেসে মরতে হয় কবিতার পংক্তিতে
ঝিঙে ফুলের মধুতে।