জন্মবৃত্তান্তের নথিরা হারিয়েছে প্রকৃতির বুকে।
আমরা মানুষ আছি রাজনীতির বুলেটে সুখে।


কী বা যায়, এমনি এমনি মরে গেলেই তো পারি
সাদামাটা জীবন, ব্যর্থতা, সফলতায় সংসারী।


সাধারণের দল, ভোট দেবে শুধু, ধর্ম-রাজনীতি
ক্ষমতা লোভীর কোটি কোটি, এটুকুই তো স্থিতি।


গুছিয়ে নিচ্ছে অশিক্ষিত রাজনৈতিক সিংহাসন
দিচ্ছে সবার সামনে মিথ্যা পাঁচশোর ভাষণ।


দিনকাল এমনই, চাকরিহীন ১৪৩ কোটি ভারতবর্ষ
ডিএ কম, কন্ট্রাক্টচ্যুয়াল সাত হাজারেই মনে হর্ষ।


ভিক্ষা পাচ্ছি আমরা, রোজ দিচ্ছি কোটি কোটি কর
সাধারণ বলেই পাঁচশোলক্ষ্মী, বলছে তোরা মর।


মরতেই তো গেছি, সোনার বাংলায় মাটিও নেই আর
মা-মানুষের মাঝেই পিসি সব করেছে এক্কেবারে সাবার।


ভোটের আগে নিরীহের দল, মরেই বেঁচে থাকুক তবে
এই বাংলায় নেতাজী, আরেকটা কী আর কখনও হবে।


শুধু লুটেপুটে খাবো, ভারতবর্ষ নিয়ে ভাবনার স্থান নেই
সার্জিক্যালের নামে ভন্ডামী করে, আচ্ছে ভারতে সেই।


মন কে বাত, সাধারণের শুনতে চাইলে অজস্র কষ্ট
আমরা গাঁধা, নেতা নেত্রীর পিছনে করছি সময় নষ্ট।