এ অন্ধকারে ভুল হচ্ছে,
কিছু একটা আঁকাড়ে ধরছে।
ফুল নেই, ফল নেই
এখানে পুজো হয় কবিতা।


কবিতার পুতুলে ধূপ থেকে আতর
সবই মিশে যায় প্রার্থনার আজানে।


ধর্ম নয় কবিতার ভাষা আলোর প্রতীক।
বুকের রক্তবীজে ওয়েব সিরিজ নয়
কবিতা সিরিজ মানুষ দেখবেই।


পুজো হবে কবিতার স্বর্গ...