বিজ্ঞাপন নেমে আসে বৃক্ষ জুড়ে
এলা হেঁটে যায় রবীন্দ্রনাথ-এ
আমি চুপ পাখি
নীরব আকাশ
বড্ড নীল


জলেরও  রং হয় বলেছিলো বুড়ো
আমি তখন ছোট
বড্ড ছোট


আজ বুঝি রঙিন জল
আমাদের সমস্ত জীবনের বিশল্যকরণী