অসময়টা মেঘ হয়ে উঠেছে পাহাড়পাশে,
এতো কষ্টের মাঝে ধর্মরাষ্ট্র ভেসে আসে।


কবিতা লুকিয়ে রেখেছি পুরোনো আয়ুপথ
স্নানযাত্রা শেষে জাগছে নতুন এক দাহ্যরথ।


চাকরি চাইছে যুব দল, নেতারা চায় মুনাফা
ভাসিয়ে দাও দক্ষিণে পশ্চিমে উত্তরের লিফাফা...


ছন্দহীন জাহাজ, বিচ্ছিরি কবিতার স্বাদ
এক্সফ্যাক্টরহীন শিশু জন্মায়, মূকপ্রতিবাদ।


গুরু মাথার উপর দিয়ে অর্থনীতির শেয়ার
জীবন আসলে সরল, কিনছি জটিল লেয়ার।


ইংরাজি শব্দ মিশে যাচ্ছে বাংলা ভাষার কাজে
প্রতিবাদ করে ফেল করা, পাসের অনুপ্রাশে...


ভুলে আছি সব, ভুল অশ্বমেধের ব্যাখ্যা পড়ে
মর্গের গন্ধ মিশছে সাজানো বহুতলের সংসারে।