ঝগড়া হয়,
আকাশের সাথে মেঘের, মেঘের সাথে বাতাসের।
ঝড়ের সাথে মানুষের, মানুষের সাথে বিবেকের।
ঝগড়া হয়। পাখির সাথে পাখির, পশুর সাথে মাংসের
গাছের সাথে ফুলের।
ঝগড়া হয়।


আমার সাথে আমার মায়ের।
মায়ের সাথে ঝগড়া।


ভালোবাসার একরূপ ঝগড়া।
মা শুধু প্রণম্য নয়, ভালোবাসার।
আপন। নিজের।
ঝগড়া হয়। হবে। অনন্তকাল।


আপনার সাথে আমারও ঝগড়া হয়।
কেন হয়, আমি খারাপ বলে!
কারণটা একদিন বুঝবেন ঝগড়ার।


কথা হবে তখন দুই আত্মার, ছবিতে বা কবিতায়।