রোদ্দুরের অভিসারে সবকিছু ক্লান্তিময়
সবুজ পেরিয়ে যাচ্ছে আকাশ, সূর্যনীল
বিহঙ্গ মগজ খুঁজে নিচ্ছে জনস্রোত, স্বাভাবিকত্ব
আমরা সরল সাধারণ হতে চাই, দরিদ্র ভারতে
গুছিয়ে রাখা ব্যাংকের লকারে লেগেছে আউশ ঘ্রাণ
মাটির কাছেই ফিরতে হবে সন্ধিক্ষণে।


এসো একবার ভালোবাসার ঊর্দ্ধে গিয়ে নাবিক হয়ে উঠি
সমুদ্র কতটা গভীর, ঝিনুকই জানে...