বড্ড বিষাদী কোলাহল। আফগান চোখ। কষ্ট নেশা।
ফ্রেম বদলে যাচ্ছে। অনুভূতির জ্বার। আলোময়।
প্রখ্যাত নিজ আঙ্গিক। নিজের আবহ কাব্য। তিমির রাত...


আলগোছে নবরাত্রি। আয়ুকাহন। নেতিবাচক পৌরুষ—
ঘৃণা করে নারী। অথচ সপ্তাহান্তে ফিরে আসে শীত।


মরসুমী বসন্ত রোজ থাকলেও রবিবারের শীত, দীর্ঘকালীন
অবুঝ অমৃত সমস্ত প্রতিবাদী নখ চেনে না।
ভালোবাসার চলচ্চিত্রে লেগে যায় কলকাতা, আমার জীবন অক্ষরে
কেবল তুমি বলেছিলে ‘জীবন তো বহুব্রীহি’