আরও একবার রাতে ছুঁয়ে দেবো তোকে
লেপ্টে থাকা আলো-চাঁদ, মরছে শোকে
হারিয়ে যাচ্ছি কান্না চোখে, এলোমেলো চুল
তোর কথারা কৃষ্ণচূড়ার—পলাশে বকুল।


আমি হারিয়ে যাচ্ছি, ইচ্ছে মতো
আমি হারিয়ে যাচ্ছি, মনের ক্ষত
ভেংচি কেটে হাসছো, কাব্য খাতা
রাধা বললেই তুমি, বলো যাতা।


কোটি চুমুর সমুদ্দুর এড়িয়ে যাবে
কেমন করে, কোন জন্মে, কবে-কবে...
আমি হারিয়ে যাচ্ছি, ইচ্ছে মতো
আমি হারিয়ে যাচ্ছি, মনের ক্ষত