মেলা প্রাঙ্গনেই দেখা হয়ে যায়।
মনে হচ্ছে মেলাতেই ফিশফ্রাই খেয়েছিলাম।
তারপর আরও দেখা হয়েছিল।
আরও অনেকবার।
জানি না, কেন জানি না
দেখা হয়েছিল।

আজ একাকী,
মেলার এদিক ওদিক দেখছিলাম।

মনে পড়ছে না আর কোথায়
দেখেছিলাম।

ও, ঠিক তাই তো
সোদপুর পানিহাটিতে
বইয়ের থাকে।

ঠিকই তো বাড়িটার নাম মনে হয়
আকাশগঙ্গা।
ফ্ল্যাটটা তিন তলায়।