জ্বর পৃথিবীর থার্মোমিটারে।


ভীষণ কোলাহল শব গন্ধে।


অন্য চিল ডানা মেলেছে
আমার শকুন রাজ্যে।


এই রাজ্যে ম্যানুপুলেশন হয়
অক্সিজেন কত দামে
পৌঁছে দেবে।


তবু রেড ভলেন্টিয়ার্স
আপ্রাণ লড়াই করে,


গরীবের হাল সর্বদাই খারাপ।
কবিতায় বা দলে,
এক্সিট পোলে পাল্টি খায়
করোনা সঞ্চালক
এটাই দেশের নিয়ম।
মানুষের নয়।