ভালোবাসাকে কবর দিয়েছ,
টাকা গুনছ এপিটাফের উপর বসে,
লোভের টাকা, টাকার গন্ধে
একাই খাচ্ছো মাংস মানুষ কষে।
সব পেয়েছো টাকার রাজ্যে
পাওনি অন্তরের প্রেম তুমি লোভী,
টাকা খেয়েও লিখতে বেয়াকুব
হতে পারবে না, ছন্দে তুমি কবি।
সম্পত্তি অনেক, বিঘা বিঘা জমি
শান্তি নেই মার্বেলের প্যালেসে,
ভালোবাসো মানুষ, জপ মানুষ
পুড়ে ছাই হবে, কী হবে এ বিলাসে।
টাকার ভাত খেয়ে সুখ নেই
এখনও মা বসে আছে ভাত নিয়ে,
প্রেম প্রেম নয় ভালোবাসো মন থেকে
করে নাও মানব ধর্মকে এবার ইয়ে...