জন্মের কথা ভাবতে বসলে
মৃত্যুছায়া ঘুমিয়ে থাকে।
সেই পুকুরের জল
ব্যাঙের শব্দ
লুকোচুরির হাত
খেলনা বাটির শব্দ,
কিৎকিৎ, ডাঙ্গুলি, ক্রিকেট, ফুটবল
মিশে যাচ্ছে বন্ধুর হাসি মুখ।
কতশত বন্ধু।

আবহে বেজে উঠছে
"ইয়াদ আয়েগে ইয়ে পল্"

ফেলে আসা বন্ধুদের কে কে ভুলতে পারে!