বুনেছি চোখ ভালোবাসা, গুনেছি জীবন হাসি
এমনই হয় নৌকো জুড়ে, মন তো বাণভাসি।
এলো চুল, নাবিক মন, জেগে থাকা ঋণবোধ
জীবনই নেয় বৃষ্টিকান্নায় জীবনের প্রতিশোধ।
খবর নতুন আসছে, পুরোনো কবেই শুনেছি
অজানা গজল, শায়েরি, অন্ধকারেই বুনেছি।
নতুন দিনের আলো, লেগে থাকে জাগা চোখ
বারুদ আগুন ছেড়ে মিটুক জন্মের সব শোক।
এলোচুল, সিঁদুর কথা, হাসি মুখ, আনন্দমেলা
জীবন এমনই অসহায় সময়ে চুমুর কালবেলা।