কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়িয়ে
শ্রাবণ নামছে তোমার ঠোঁটে।
গাছটবের দুঃখরা কেন আজও
ভালোবাসার শিকড়দিনে গ্রাস করছে তোমায়!

এসো সফলতার লহমায়
স্নিগ্ধ করে দাও স্ফটিক মুহূর্তকে।
পাশে বসো,
উদযাপিত হোক সন্ধ্যা আলো
তোমার আমার সফলতায়।

তুমি চা চাইছো,
আমিও ভালোবাসা চাইছি
এই বসন্ত শীতে
চাদর আরামে
একটা গান শোনাবে!
যেমন শোনাতে কলেজদিনে।

শিকড়দিনের ভালোবাসায়
সিক্ত হতে চাই কলমচুমুতে,
আরও অনেক জন্ম
কলমচুমুতে শিক্ত করবে তো আমায়!