অন্ধকূপে কবিকে থার্ড ডিগ্রি চলছে।
কারণ সে মসনদ বিরোধী কাব্য লেখে...


এক কবিকে কন্ঠরোধ করেছো ডিজিট্যাল ইন্ডিয়া
হাজার কবি তৈরি হচ্ছে ভারতবর্ষে।


তুমি ইন্ডিয়ার ফটোশপ করা সমাজ দেখাও
আমরা লিখবো ভারতের দারিদ্রতার কথা--
নারীদের প্রতি অত্যাচারের কথা--
বিদীর্ণ সমাজের অর্থাভাবের চিত্র আঁকবো
ক্যানভাসে লিখবো বেকারত্বের কথা
আমরাও বাঁচতে জানি, কত শোষণ করবে!
কতটা! কতদিন কম পয়সায় সংসদের খাবার খাবে
আসলে উলঙ্গ এসেছো, উলঙ্গই চলে যাবে...


নাম, খ্যাতি, যশ কিচ্ছু থাকে না কালো সিংহাসনের
তাহলে তো অগণিত রাজার নাম মনে রাখতো ইতিহাস


ইতিহাস জানে কতটুকু ভারতবর্ষের...