কান্নারা ভেসে চলে স্রোতহীন দেশে,
কবিতার ঘরবাড়ি কোলাহলে মেশে,
তুমিও হেঁটে গ্যাছো সিড়ি গাছ বেয়ে,
প্রজাপতি গায়ে বসে সুখ খুঁজে পেয়ে।


হেঁটে চলে প্লটহীন গল্পের লেক,
একাকী রবি ঠাকুর আড্ডার ঠেক...


কাঠবেড়ালী হেসে ওঠে শরীরের মনে,
চলে গেছে মন ব্যথা কুহু কথা শুনে,
একাকী ভালোবাসী শিকড়হীন গাছ,
কলমীলতায় ঘুমাই তোমারই কাছ।


মনহীন তুমি-পাখি অন্য খাঁচা,
না পেয়েও পাওয়া আসল বাঁচা...


আত্মাহীন নোটেশনে বিটোফেন নেই,
বাখের অনুভূতি রক যুগে হারাবেই,
তবু মন খোয়াবে মনমহলের স্মৃতি,
মূক উচ্চারণই ভালো থাকার আবৃত্তি।


না-পসন্দ চুপকথায় বেঁচে থাকি রোজ
ঘুম ভাঙা জীবনই প্রিয় আতরের খোঁজ...