পাহাড়ের বরফ
নির্দিষ্ট পরিমাণে জমতে থাকলে
জেগে উঠত সাম্রাজ্য দুঃখ।

গলে যায়,
মৃত্যুরা বহমান কাল ধরে তরল হয় বলেই
জেগে ওঠে নারী মুখ।

অবসরের অতীত কারুকার্য।