আলো লেগে থাকা রাতে
নেমে আসে জাগরণ বিশ্ব
বাংলা ভাষা আজও
রবি ঠাকুরের শিষ্য।


রাগহীন বেঁচে থাকা
রাগ যুগের মতোই স্বচ্ছ,
এ ভাবে বাঁচব আমরা
কেন এত কষ্ট পাচ্ছ?