জীবন যেমনই হোক লেখার কলম চাই রোজ
লাল নীল সবুজ জীবনে, চাই ছবির পোজ।


আলো লাগে গায়ে, মনে লাগে প্রেম
কৃষ্ণ থেকে দেব, সবই মায়াময় গেম।


ছুটি চায় মন, পকেট চায় টাকা
সংসার চায় রসদ, এটুকুই থাকা।


রসদ বলতে টাকা, ভালোবাসা তো মৌমাছি
দিনে রাতে মশা নিয়ে এই বাংলাতেই আছি।


খালি চাই, নানা লোভ গ্রাস করে নদীর জাহাজ
স্টিমারে না উঠে নৌকো দোলায় উফ কী লাজ।


কিছুই পারিনি করতে, তবু বেঁচে থাকার ইচ্ছে
এই গরমে পানীয় না দিয়ে, কী সব যে দিচ্ছে।


জীবন চাইছে এখন জল আর মস্তি,
এসব ট্রাশ লেখা, না পড়লেই স্বস্তি।


তবু মায়া আর লোভ, জেগে ওঠে এই সূর্য তাপে
কী নিয়ে ফিরছ সকলে, জীবনের জীবন্ত খাপে।