পাখিরা ঘুমিয়ে আছে,
অনেক রাত,
জঙ্গলে তেমন শব্দ নেই
পোকামাকড় ছাড়া।


কবিতারা এখানে ঘুমিয়ে থাকে
মানুষের মতো জীর্ণ চেতনায়।


বনজ ঘ্রাণ অনেক উর্বর।
যুদ্ধ এখানে অহরহ
তবু এখানে চাকরি নিয়ে মজা করা হয় না।


রোজ চাকরি করে খাদ্যের জন্য পাখিরা।
জন্তুরা শিকার করে।


এখানে ছত্রিশহাজারের খিল্লি হয় না।
চাকরি এখানে অর্জিত,
সভ্যতা বনেই সুন্দর।