সে বইটা পেলাম না খুঁজে
যাতে পাখির অভিসার লেগে,
তোমার মনে বসন্ত চিল
আমার সফেনে রক্তনীল জেগে।


চলে যাবেই ট্রেন, মেঘের মতো সত্য
জীবন, মৃত্যুই বন্ধু, সর্বকালের পথ্য।


মরে গেছে শৈশব, ম্যাপেল পাতা হলদে
শাহরুখ বলছে খেলোয়াড়দের লে চাকদে।


ধার করছি ব্যাংকের থেকে প্রেমে চুমু কাব্য
পরের স্টেশন পছন্দপুর, আমি ওখানেই নাবব।


ওখানেও যদি বইটি না পাই, পোস্টারে কিং খান
জানি হিট বক্স অফিসে, থ্রি ইডিয়েটস আর লাগান।