কতটা হলুদ লেগেছে শীতমাঘে?
ছায়াবইয়ের গন্ধে
তুহিনা গন্ধ বেয়ে উঠছে কাঞ্চনজঙ্ঘা।

একটু পরে অঞ্জলি
একটু পরে বেঁচে থাকার চোখ চাওয়া।
একদিনের প্রেম
আটকে যাবে অতীতচারণে।

এসো সৌভাগ্য
রডোডেনড্রনে আমির হয়ে উঠি।

তুহিনা গন্ধ এখন মেঘনিষাদে
মিলিয়ে দিচ্ছে জলছবি।