খুঁজে নেওয়া কথার ভোরে
ধাঁধা লুকিয়ে রয়েছে আজন্মের।
মিথ্যা মানুষের ভিড়ে
কতটা সত্য এই চোখ!
আশালতার মতোই দাঁড়াই জানলায়।
নীড় গোছানো জ্যোৎস্না পেরিয়ে
ব্যালকনির আকাশে গিয়ে দাঁড়াই।


ছাদে ফুল, বাগান বানিয়েছে কাছের কেউ।
কাছেরই। এক জন্ম নয়, বারবার ফিরতেই হবে
ভালোবাসার আঁচলে।


মায়ের গন্ধে স্ত্রীয়ের চোখ মিশছে মোহনায়।
বিয়ের লগ্নে বেজে উঠছে বিসমিল্লা
সন্ধ্যা নামছে গির্জার আলোয়,
লক্ষ্মী প্যাঁচা ফিরছে প্লেনের শব্দে,
এবার ঘরে নতুন আলতা পা,
সাথে ঔরসজাত ভবিষ্যৎ।


ঘরের এসিতে এখন সুখ সুখ গন্ধ
কিছুকাল ওটিটি ক্ষান্ত থাক
ক্লান্ত জীবনের চশমাকালোয়।