আর মাত্র কিছুক্ষণ। শুরু হবে বাংলা ভাষার জন্য
আচ্ছা মন, ভালোবাসার দিন-কাল-সময় হয় কী...
কিচ্ছু হয় না, তবু উদযাপনের সকালে-রাতে
কবিতার মতো বাংলা ভাষার সাথে তোমার চোখ
পাগলের মতোই মিশে যায় একুশে ফেব্রুয়ারি।


জানি না কেন আরও এক জীবন তোমার সাথে
বাংলা ভাষায় চুমু খেতে ইচ্ছে করে, ঝড়স্রোতে।
আমার অনন্ত জুড়ে নদীর মতোই তুমি, আমি
নুড়ি জলের দিনকথায় মিলিয়ে যাই, অরণ্যকথায়
কেবল দুই জনের কথারা শুনতে পায়, বাংলা ভাষা


আসলে এক জীবনের ভালোবাসায় উদযাপন হয়
ভালোবাসাটাও পূর্ণ হয় না, বাংলা ভাষাকে শেখাও...


এই বাসী মুখে, আমায় রাঙিয়ে দাও পলাস আলোয়
মন, এসো, মিশে যাও এই অরণ্যের গহীন নিস্তব্ধতায়...