১.
গঙ্গার ভবিতব্য গন্তব্যে দূষিত সঙ্গম
রুচিহীন জন্তুসম শ্বাপদ সর্বত্র খাদ্য-খাদক
ছন্দহীন মেতে উঠেছে, দীর্ঘশ্বাস
এসো নারী, ঐশ্বরিক হয়ে ওঠো ঘাতক।


২.
বৃষ্টিকরবী দেবো ভেবেছিলাম শীতে
শিশির জমিয়ে রেখেছি পুকুরকলোনিতে
সে সব এখন আগ্নেয়গিরির উদ্বায়ী
ফিঙে বসেছে আজ আমার ব্যালকনিতে।
এসব ছন্দ পেরিয়ে এলেই দ্রুত
বুঝতে পারি শ্রেষ্ঠ না হয়েই সবটুকু পুরস্কার
আমার জঠরে কে ছিল প্রথম স্থান
সে সব দিনেও মাথামুন্ডু করিনি আবিষ্কার।


৩.
মাধ্যমিক পাস করার বছরে কে প্রথম হয়েছিল
সে সব মনে নেই ঐশ্বরী। তোমার মুখের আগেও
কত ঠোঁটকে নিজের ভেবেছি, অবিরাম স্রোতে
মোহ।
মিথ।
এসব পেরিয়ে এলেই তোমায় স্পর্শ করা যায়...


৪.
স্পর্শ অসুখ নয়, ঔষধ।
কবিতার মতোই শান্তি দেয় চিরকাল—
কবিতাবীর্য।