খুঁজেই চলেছি ভ্রূণ গন্ধের শব্দপাঠ।
একাংশ ভাবনার অন্তরালে
কোথায় সেই নীল জোনাকীর চোখ?
আগ্নেয়গিরির গভীরে…
আলোকবৃত্তে সে লুকিয়ে কবিতাপাঠের ভয়ে?


দেখা হলে কবিতার নির্বিষ ঠোঁটের কথা
ভাত খাওয়া ঐ গাছের শরীর
বিনুনী সাঁকোতে লেগে থাকা নদীর রক্ত
প্রতিবাদের সেই নক্সাল বারুদ
সব, সবটুকু জিজ্ঞাসা করব।


কবিতাচোখ যদি বলে এসবের উত্তর
নীরার জানা,
ওকে বলব, যাও অবনীকে বলো
ধরে আনতে।


হ্যাঁ, ধরেই যেন আনে শঙ্খচিলের বন্দরে
অপেক্ষা করছি আরেকটি
বাম জন্মের জন্য।


মা বলেছিল, পরজন্মে অপেক্ষা করবে...


মায়ের ঘ্রাণ, বাবার ছায়া
কবিতার কান্নার মতোই তীব্র।