অপূর্ব ঠিকানা লেগেছে রাত কলমে।
প্রিয় চাঁদ,
এসো গভীর নিঃশ্বাসে গন্ধ খুঁজি অহর্নিশ।
শরীর জুড়ে এখন বেল ফুল
কষ্টরা উড়ে চলেছে ধমনী দিয়ে।
ধমনীতে আটকে রয়েছে কবিতা।
একটু সুর চাই ভালোবাসার।


তোমায় তাই তো জিজ্ঞাসা করি
কেমন আছে শরীর।
ভালোবাসি বলে চেঁচিয়ে বলব না গোলাপে
নিজে গোলাপ হয়ে যাব
তোমার হাসি মুখের জন্য...


ভালোবাসার স্টেন বসিয়ে দিও ডাক্তার
তোমার স্টেথোতে শব্দ লেগে রয়েছে স্পন্দনের
সে স্পন্দনের অপর নাম বাংলা।