নাটকের পাঞ্চ লাইনে
শুয়েছিলাম কবিতার ঈশ্বরের মতো।
মৃত লাশ জমেছে বলেই
প্রকাশ করেছি আনুষ্ঠানিক কাব্যগ্রন্থ।
ঈশ্বর এসে দাঁড়ায়নি।
ব্যাগহীন শৈশবের করলা নদীর মাছ
আমার লোহা সানগ্লাসে লাগিয়ে দিয়েছে
রাজারহাটের কফি গন্ধ।
দাঁতের ব্যথা কমেছে বলেই
রথের দড়িতে মায়ের আঁচল গন্ধ পাচ্ছি।


এখন শৈশব নয়, বৃদ্ধ হতে চাই-হিমালয়ের মতো।


না হলে কে বক্তব্য রাখবে,
       প্রাচীন রামায়ণের জলসাঘরে।