অস্থির লাগে না আর,
পাতা ঝরা মরশুমে
এখন বুঝেছি আমি কেউ নই।


আমি ছিলাম না কারওরই।


এখন কেবল প্রকৃতিকেই দেখতে থাকা
এদিক ওদিক ছন্দের গন্ধে
কবিতা লগ্ন ও পদ্য রাশিতে
গুটিয়ে নিচ্ছি সমস্তটুকু।


কেউ মনে রাখেনি,
কেউ মনে রাখে না
কবরের এপার আর ওপার