ভালো স্মৃতিরা এসে দাঁড়ায়।
দরজার সামনে আওয়াজ করে ওঠে।
ভালোবাসার মাঝে বলতে চায়
কেমন আছো - আজ জীবন।
শৈশবের তুমি
এখনও বাড়ি আছো!
এখনও হাসির শব্দে
জেগে উঠছ নিজের মতো করে
এই কলকাতায়।


তুমি বাড়িতেই আছো।
অনেক গুল্ম জন্মেছে চারা গাছের মতোই।
নতুন স্বপ্নের ঔরসজাত মুখ
ছোটবেলার মতোই
স্পষ্ট হয়ে উঠছে।


নিদারুণ জেগে উঠছে
স্বপ্নের সকালে,
মানুষ জন্মে।


শৈশব হেঁটে চলছে
কৈশোরের হাত ধরে
দার্জিলিংয়ের ম্যালে।


গ্লেনারিজ অপেক্ষা করছে
ভালোবাসার আলিঙ্গনের।