মৃত্যুর আগে জেগে থাকে মাস্তুল।
পরে সে সব কথা
আমরা ভুলে যাই রোজ।


ভুলে যেতে হয়
নির্বাক দিনে।


কৃষিকাজ করে নতুন কৃষক।
নতুন যন্ত্রাংশ ও বীজ
রোপিত হয় হৃদয়ে,


নবজাতকের আধো চুমুর মতো
জন্ম নেয় আলোকবর্ষ।