১.
বইয়েরা তাকিয়ে দেখছে
একটা কুমীর এগিয়ে আসছে
বই পড়তে। বই তো, দামী তেমন নয়।
কী পড়বে মস্তিষ্কহীন কুমীর?
তাকিয়ে আছে হাঙরের দল
এসব নিয়ে উপন্যাস যদি নামিয়ে দিতে...


কুমীর এবার হা করে এসে বসল।
কুমীর বই পড়তে শুরু করল।
তা হা করে আছে কেন, জানতে চাইল হাঙর।


কুমীর স্বীকার করল শিকারের প্রতি দায়বদ্ধতা।
কুমীর তিস্তা পারের বইটি পড়ছে
তিতাস একটি বুঝতে চাইছে।


২.
হাঙর নয় মানুষ এলো এক।
কুমীরকে নদী, জল নয়
শোনালো শেয়াল পন্ডিতের গল্প।


কুমীর হেসে বলল,
আমি সেই একমাত্র কুমীর বেঁচে আজও


তাই তো পড়ছি, পড়তে বলছি।
খালের জলে মাছ নয়
আমি চাই কবিতা ফুল জন্মাক।


৩.
ঘুম নয় জাগরণ হোক বাঙালির।
কুমীরের মতো সেই নেতা
আজও লড়াই করছে বাঘের মতো
পাঁচ মাথায়।


কুমীর আর যাই হোক তিন সত্যিইর টিকটিকি নয়।
এক সাদা পাঞ্জাবি ধুতি পরিহিত ভদ্র ব্যক্তিত্ব ।


মানুষ এখনও যাকে প্রধান মনে করে।
সাত শতাংশের প্রধান কুমীর।


হাঙর সেখানে ক্ষুদ্র। তুচ্ছ।
হেলিকপ্টার সেখানে পুতুল খেলা।
কুমীর সেখানে সংগ্রাম--
সাম্যবাদের ।