একটা লাল পতাকা।


বিপদ সামনে, বুঝতে শেখার অধিকার
জাগছে শহরে বা নগরে।


আলস্যহীন লাল পতাকা
জেগে ওঠে চোখ জীবনে।


জীবন,
থমকে থাকবে না।
বিপদ এড়িয়ে
দিন সূর্য গাঢ় হবেই।


কমরেড বিড়ি নয়,
একবার বউয়ের চুমুকে
বুকপকেটেও রাখো।


লাল রুমালের দিব্যি।