অনেক রাত হলো, অনেকটা।
দীর্ঘ দিন,
অবিশ্রান্ত শব্দের পাহাড়
পঙ্ ক্তিমাখা দীর্ঘশ্বাস,
আর কতবার চাইবো তোমার তামাক গন্ধ!


নেশা লেগে আছে রাতে দিনের সম্পূর্ণতায়।
লঙ্কা ফুলের জীবনে
টক-মিষ্টির আয়ুরেখা হাসছে।
কটাক্ষ করার মতো
উপকরণ উপলব্ধ নেই


বিশাল চাঁদের রুটি, লঙ্কার আচার নিয়ে
এগিয়ে আসছে সময়।


ছবি আয়না থেকে বেরিয়ে একবার খাইয়ে দেবে
অমৃত সুখ!