লিফ্ট ছাড়াই উঁচু বাড়ির ছাদে এসেছি।
নিচ থেকে অনেককিছু
ভেবেই যেতাম, এটা-ওটা।
অনেক কথা বলতাম
উপরের দিকে তাকিয়ে।

এসে বুঝলাম
এটা কাঞ্চনজঙ্ঘাও নয়
এটা মনসা মন্দিরের রোপওয়েও না,

কেবলই সাজানো বাগান।

ধোঁয়াধার ফলসের সেই শোভা
এই ছাদের উপর থেকে
দেখা যায় না।

নিচের মানুষগুলো পিঁপড়ে হয়ে উঠেছে।
গ্রিল্ড চিকেন হয়ে ওঠা জীবনের সামনে
আরশোলার মতো লোভজামাটা
উড়িয়ে দিলাম,
সিড়ি দিয়ে নামতে নামতে ভাবতে থাকলাম-

জীবনে সত্যই লিফ্টের কতটা প্রয়োজন
যদি দুটো পা থাকে!