লুকোচুরি খেলায় বিশ্বাসই হয় না
আলো চোখে
বৃষ্টি নেমেছে বাউল পথের শেষে।
গানহীন সুর, সুরহীন গান
জেগে থাকা সৌর্য
সমস্তটুকু বদলে বদলে যাচ্ছে
জীবনের কাছে, রহস্যের কাছে।

দায়িত্ব আর সংসার
টেনে নিয়ে চলা অবিবেচক ডাক্তারি
সংসারকে সুস্থ করতে পারবে!

প্রশ্নের উত্তরে হাসি রোদ,
বৃষ্টি বিন্দু জল
আর মঙ্গলবার।

কতটা মঙ্গল ডেকে আনবে জেমস ওয়েবের ছবি!
মহাবিশ্বের রহস্যের দিকে তাকিয়ে বুঝি
পৃথিবী কেন নারী, ধাত্রী।

নারীর অতীত বর্তমান, ইতিহাস
কিছুই বর্ণনা করা যায় না
নারী মন স্পর্শ না করলে,
নারী মন লুকিয়ে আছে জঠরে।
নিদ্রিত কবিতার মতো,
ঘুমন্ত ছন্দের বালিশে।