সন্ধ্যা নেমেছে, সন্দেহ মন আজও বেঁচে
ঘৃণা করি রহস্য রাত, বিদ্বেষ মন।
আমার ক্ষতি করবে না তো ওরা?


ওরা কারা?
দুশ্চিন্তা তো সর্বত্র, জীবন নিয়ে
কী করে তবে মৃত্যু ভালোবাসা
স্পর্শ করবে আমার উচ্চারণ।


আমার বাংলা শব্দ ধ্বনি অলংকার
সবই আমার গর্ব, আমাদের অহং


ধন সম্পদ নয়
কবিতার জন্য তাচ্ছিল্য করি মৃত্যু
জন্ম জন্মান্তরে।