অনেককাল মাছ খাইনি
বাজারের সামনে দিয়ে বিড়াল হয়ে যাই
সিংহের মতো মিটিং মিছিলে হাঁটি।


রোজই দেখি পুকুরে, দিঘীতে মাছলীলা।
বাঘের মতো দাড়িগোঁফে অ্যালসেশিয়ান সেজে
পুলিশের চেনে মাথা গলিয়ে দিই আইপিএলের মাঠে।


জিতে যায় টাকারা রোজদিন।
ফিরে আসি ঘরে, মাংস গন্ধ মেখে।
ফাইবার সব্জি তো ডাক্তার উবাচ।


ঘুমানোর আগে বুঝে নিতে চাই
ছোট -বড় -মধ্যবিত্ত মাছ
এখন কেমন করে
বাস করছে সমতল সভ্যতায়।