অক্ষরগুলো খুন করতে আসছে,
তীব্র বেগে ছুটতে ছুটতে বুঝতে পারছি
অক্ষরগুলো বাজে লোক।
অনুভব করছি আর কষ্ট পাচ্ছি।

ঘুম ভাঙলে বুঝলাম,
ফাউন্টেন পেনে কিছু খিস্তি
লিখেছিলাম আঠারোতম জন্মদিনে।

নিজেকেই অবহেলা করেছিলাম-
মানুষ হিসেবে।