অনেকবার বোঝানোর পরে বুঝেছি
নদী ও আমার ভিতর বিস্তর পার্থক্য।


নদীরও দুটো জীবন থাকে মানুষের মতোই।


সকলে শিখে গেলে, বুঝে গেলে
ভালো মন্দের সীমারেখায় তিতলিকে দরকার হতো না।


তিতলি এলো বলেই বুঝলাম আবার
মানুষ কতটা অসহায়।
এই আধুনিকতার মার্ক সেভ-কেবলই মিথ
গুটেনবার্গ থেকে জুকারবার্গকে ইতিহাস মনে রাখবে না...