মেঘলা দেহে লেগে বৃষ্টি আয়ু।


একরাশ কষ্ট বিষাদ শ্যাওলার দেওয়ালে
জমে আছে, চিল পাখির চোখের মতো।


ছোট্ট ডিম, ব্যালকনিতে জমে আছে
স্বপ্নের মতো। আমার বিষাদ স্বপ্নের মতো।


এই রান্নাঘরের গরম
বিশ্রী লাগছে সম্পাদিত কবিতার মতোই।


কবিতা চিরসত্য, চির উত্থান, স্বতঃস্ফূর্ত
দেওয়াল জীবনের মৃত্যুতে
এসব বাস্তব নয়।


বাস্তব কঠিন, জলাভাব। চোখের জল
শুকিয়েছে, জর্ডনের মরূভূমির মতোই...