পুরোনো ইঁটের লালে এক ভালোবাসা লেগে
যে ভালোবাসা তোমার ঐ চোখ
বাঁশের সাঁকো দিয়েছিল জ্যোৎস্না রাতে।
এখানে তিস্তা নেই
এখানে তবু কাশ ফুল
বইয়ের গন্ধ মাখা এক অচলায়তন
আমার বরফ সকালকে
নীরবে জানিয়ে দিচ্ছে,
এখনও অনেক সুখ
আমার চোখ স্পর্শ করেনি
যুক্তরাজ্যে।


পুরোনো ইঁটের লাল, পাহাড়ি পথ
চার্চের ধ্বনি
একটা প্রার্থনা আর সীগালের দল
সব মিশে যাচ্ছে দূরের
ওরয়েলের বোটে।
এখনও সকালের কুসুম থালা
আমার চোখের আস্তিনে
বাসা বাঁধছে তোমার উড়ন্ত চুলে।


তুমি একবার ফিরে তাকাও
আমি আবার বসন্ত চাই
তোমার স্পর্শে।


নারী ত্বক বড্ড কোমল
মায়ের মতো।