চোখের রেলপথে ভ্রমণ লেগেছে
ছোট্ট শালিকের।
দূরে মহাভোজের চিল চোখ
আস্তিনে লাগা টমেটোর চাটনি
জুম করে নিচ্ছে।


ঝুড়ি দই, লাড্ডুর স্বাদ আর মিহিদানা
শেষ হওয়া সময়ের অপেক্ষা,
নবরাত্রির ডান্ডিয়া নাচ হলেই
জমে উঠবে ঘোরাঘুরির ভারতবর্ষ।


দিল্লির বিশাল মন্ডপ।
পুজোর ভোগ যেন অপেক্ষা করছে।
তবু মায়ের মূর্তি দেখলেই
আব্বা ও আম্মাকে মনে পড়ে।


এ বছর গুয়াহাটিতে বসে এসব ভাবছিলাম।
যাই কামাক্ষার সন্ধ্যা আরতি শুরু হবে।
কাল সকালে শিলং
ওখানে বাংলাদেশি ইলিশ আর রসগোল্লা
মোমোর থেকেও প্রিয়।