মনের ক্যারাভান বালি পায়ে চলেছে নদীর পথে
আকাশ নীল, সবুজ ছায়া, গহীনে নৌকোই ভাসে
সে চলে আসে, সে ফিরে আসে, সে বলেই যায়
আমাকেই সে পাহাড়িয়া নদীর মতোই ভালোবাসে...


লালালা লালালা লা লা লা লালা লা লা
লালালা লালালা লা লা লা লালা লা লা
মনের ক্যারাভান গুণে নেয় কালো চাঁদের কথাগুলো
ঐ লাল শাড়ি, ছোট্ট টিপের আড়ালে, হাসিটুকুই ছুলো
রারারা রি, রি রা রা রা, লা লা লা লা, লি লা লা লা লা
চলে যায় ছুঁয়ে ছুঁয়ে আদুরে সে লক্ষ্মীশপথ
মন ভাসে সেদিনে, দুনিয়ার যুগল কপোত


উড়ে উড়ে যায়, স্বপ্নের কোলাহল, বৃহৎ সে কাল, সকাল
নদী চলে যায় সমুদ্রের উপত্যকায়, আমি তুমিতে মাতাল
ও জানা মাঝি নাম, ফিরে আসে পালহীন কমজল নৌকায়
তোমাকেই গাই, মনের ছায়ায়, প্রিয়তমা—বালুকাবেলায়।
তুমি ফিরে এসো চিল, তুমি সে সব দিন, আদুরে রঙিন
তুমি সে সব দিন, হাত ধরে হেঁটে চলা, কবিতার ঋণ।


চোখ, ভেসে ওঠে, মনের শঙ্খধ্বনি, আমি ঋণী, কলঙ্কিনী
রু রু রু রু রুরুরুরু রু, লা লা লা লালালা লা লা লা
ডুয়ার্স রানি তোমাকে আমি চিনি, তুমি বড্ড দুঃখিনী,
জ্যোতি আলো, ছুঁয়ে দিলো, উপত্যকার সুর-সুভাষিনী।
ফিরছি আমি ফিরছি, তোমার আঁচলে, নতুন শতদলে
এই আকাশ আজও তোমার, তুমি আমার কোলাহলে।
ডুয়ার্স রানি আমি ফিরছি, আমি ফিরছি তোমার কোলে
বাবুপাড়ার পাশ দিয়ে ভেসে যাও করলা নদী, মিষ্টি ছলে
ফিরছি আমি, ফিরছো তুমি, নদী-সবুজ অরণ্যের কূলে
তুমি আবার মনটুকুই ছুলে...তুমি আবার শপথ সকালে


রু রু রু রু, রু রু রু রু, রু রু রু রু, রু রু রু রু