ব্যবধান ছুঁয়ে যায় তোর অবহেলার হাসি
মন, আজও আমি যন্ত্রণাকেই, ভালোবাসি...


ব্যবধান ছুঁয়ে যায় সময়ের স্ট্রিং ছিড়ে যাওয়া দেশ
নতুন কুয়াশায় মন, তোমাকে লাগছে বেশ, রেশ...
মনের যন্ত্রণায় তুই মেশ, বেশ, রেশ...
উরু কেশ
আমিও ভেসে যাই স্বপ্নের ঘোড়াদের সাথে
রাতে, প্রভাতে


তুই খালি খুঁজে নিয়েছিস নতুন জীবনের নিরুদ্দেশ।
শেষ, সব শেষ। সমাপ্ত বলা হয়নি তো আজও চারমাথা মোড়ে
ঘোরে, জ্বরে, চিবুকের একাকী সংসারে...


চলে যা দূরে, মন, চলে যা সব ছেড়ে, মেরে, রক্তাক্ত বাগানে
প্রেমহীন দেশটায় বেঁচে আছি কাঁদানিয়া ভোরে


পাঁচ মাথার মোড় থেকে গঙ্গাটা কতটা দূর, সুর, ধুর....
আমি তো ভেসেছি জাহাজের অন্তরে,


ব্যবধান ছুঁয়ে যায় তোর অবহেলার হাসি
মন, আজও আমি যন্ত্রণাকেই, ভালোবাসি...


ডুবে যাওয়া টাইটানিক ফিরবে একদিন তোর মন ঘরে
সংসারে
হয়তো তুই চুপ করে যাবি বন্দরে


মৃত হাত জেগে থাকে কবিতার পাতার গভীরে, শরীরে
তুই জাগিস টাকাওয়ালা চাতুরতা কবরে
এ শহরে... মরা রাতের গভীরে, ফ্লাইট ল্যান্ড করবে একদিন
বুঝবি এ প্রেম, এ ভালোবাসা কতটা প্রাচীন।


ব্যবধান ছুঁয়ে যায় তোর অবহেলার হাসি
মন, আজও আমি যন্ত্রণাকেই, ভালোবাসি...