কবিতার স্রোতের আবরণে শুয়েছিলাম নুড়ি শব্দে
বানানের অবিরাম অন্তরীক্ষ পৌঁছে দিল অন্ধকারে
পাঠকের হাতে সেল্ফি চঞ্চু বাস করছে ঠোঁটস্টিকে
এখানে মা কালী কেবলই শেয়ার ছবির বাতুলতা
কতজনের গ্রে ম্যাটারে রবি ঠাকুর বাস করে প্রেমে
কবিরাজী সে সব শিকড়, ওষুধ আর ভাবগান, ঐ তো
ভেসে যায় তোমার চুলের গন্ধে, মন্ত্রের সুখ সুধায়


সকাল নামে পৃথিবীতে, এলিয়েনরা তার মানে জানে না
কারণ সে তার মায়ের হাত ধরেনি, জন্মেছে ইলিউশনে
স্বয়ংক্রিয় আর যাই হোক, সৃজন জন্ম হয় না, বেড়াজাল
মা সারদাকে পেতে হলে মনের কর্ষণ দরকার, মন জন্ম
এক আলেখ্য নয়, এক রূপকথা...